Posts Tagged ‘ড্রাগস’

লেখকঃ সুদীপ্ত সালাম

সূত্রঃ এখানে

আফিমের ইতিহাস অনেক লম্বা। খ্রিস্টপূর্ব ৩ হাজার ৪ বছর আগে নিম্ন মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) আফিম চাষ হতো বলে জানা গেছে। পরবর্তীতে সুমেরীয় ও আসিরীয়রাও আফিম চাষ করে। আসিরীয়দের কাছ থেকে আফিম আসে ব্যাবিলনীয়দের হাতে এবং তাদের কাছ থেকে আফিমতত্ত্ব গ্রহণ করে মিসরীয়রা। তখন অবশ্য আফিম হেরোইনে রূপান্তর হতো না। যেদিন থেকে আফিম হেরোইনে রূপ নেয়া শুরু করল সেদিন থেকে আফিম বিশ্বে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল। সুমেরীয়রা আফিমকে চিনত ‘আনন্দের গাছ’ (Hul Gil) হিসাবে। সেই আফিম এখন ‘প্রাণনাশক’ বলে পরিচিত। (more…)