অনেক কাহিনি করে কপালে শেষমেষ একটা ক্যামেরা জুটলো। কিন্তু জুটলে কি হবে…. ফটুক তোলার কোন বিদ্যেই আমার পেটে নেই। তবুও চেষ্টা করি। জানিনা কতটুকু পারি। তবে আর কিছু হোক না নাই হোক , নিজের মনের খোরাক তো ঠিকই জুটে যায়….. আমি বাপু এতেই খুশি। আহামরি কিছু করার কথা কখনোই মাথায় আসে না….
তাছাড়া ছবি তোলার জন্য আলাদা কোন সময়ও তেমন বের করা সম্ভব হয় না। চলতে ফিরতে চোখের সামনে যা পড়ে তাই শুট করে বসি। তবে একটা কথা মনে প্রাণেই মানি…… ফটোগ্রাফির নেশাটা আসলেই খুব ভয়ংকর। যাকে এ নেশায় একবার পেয়েছে তার আসলেই খবর আছে। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ায় যে, শাটার না টিপতে পারলে যেন পেটের ভাত হজম হতে চায় না। আসলেই এ এক বিশ্রী নেশা। অনেক সময় দেখা যায় …. হয়তো পড়তে বসেছি আর পড়ার টেবিলে ক্যামেরার লেন্সটা আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। তখন কেমন লাগে….??? বাধ্য হয়েই তখন ক্যামেরাটা হাতে নিয়ে র্যানডম শাটার টিপতে থাকি। আবার দেখা যায়, হয়তো সবাই মিলে আড্ডায় মশগুল এরই মাঝে আমি কীনা শাটার টেপা শুরু করে দেই। ফলশ্রুতি তে কপালেও জোটে গালি….। কিন্তু কী আর করা…..গালি খেয়েও শাটার টিপে চলি……
যাই হোক….. পড়াশুনায় ফাঁকি দিয়ে আর গালিগালাজ শুনেও যেসব ছবি তুলতে পেরেছি তারই কিছুটা সবার সাথে শেয়ার করলাম। একেবারেই কাঁচা হাতের ছবি…..জানিনা সবার কেমন লাগবে!
খৈ ভাজাটা চমৎকার হয়েছে 🙂
অসাধারণ সুন্দর সব ছবি। খুব ভালো লেগেছে। শুভেচ্ছা।
যদি এক কথায় বলি তাহলে বলতে হয়: অসাধারণ।
Sorry for the comment in English. Great photography. Wish you all the best.
ছবিগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না কাঁচা হাতে তোলা, আমার পছন্দ হয়েছে গ্রামের ছোট্ট শিশুর ছবিটি। অন্যগুলোও মন কেড়ে নেয়ার মত। তা কি ক্যামেরা সেটা তো জানা হলো না !
Samsung ES70
আজ সকালেই সচলে দেখলাম ছবিগুলো।খুব সুন্দর ছবি তুলেছেন। কোন ছবি কি এডিট করা আছে? ছবিগুলোতে ফ্রেম দিয়েন আরো বেশি ভাল লাগবে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ…..
আসলে এডিট বলতে ছবির কালার, ব্রাইননেস, শ্যাডো এইসব এডিট করি….. তবে অবশ্যই ছবির মৌলিকতা ঠিক রেখে।
পরপর্তীতে চেষ্টা করবো ছবিতে ফ্রেম লাগাতে….. সত্যি বলতে কী…আমি আবার একটু অলস প্রকৃতির, তাই আলসেমি করেই ফ্রেম লাগানো হয় না….. 😛
দারুন!!
কি ক্যামেরা জুটল ভাই?
প্রথম তিনটা আর শেষ ছবিটা সবচেয়ে ভাল লাগল।
পরের ছবিব্লগের অপেক্ষায় থাকলাম। ভাল থাকবেন। ক্যামেরাময় জীবন আনন্দে কাটুক।
তেমন কোন আহামরি ক্যামেরা না….. Samsung ES70 মডেলের একটা পয়েন্ট এন্ড শুট ক্যামেরা….
আসলেই….. দুনিয়ার সুখ খুঁজে পাই এই ক্যামেরার মাঝে….