Posts Tagged ‘উবুন্টু বনাম গেমস’


গেমসের প্রতি আমার আগ্রহ কোন কালেই খুব একটা ছিলো না। তাই এটা নিয়ে খুব একটা ঘাটাঘাটিও করিনি কখনো। কিন্তু প্রায় সময়ই একটা কমন প্রশ্নের সম্মুখিন হতে হয়…. আর সেটা হল…’ভাই উবুন্টুতে কি গেমস আছে..?? এতে কি উইন্ডোজের সব গেমস চালাতে পারবো…??’ আজকের এই লেখাটা মূলত সেই সব প্রশ্নকারীদের জন্যই। অনেকেই হয়তো জানেন উবুন্টুতে ‘ওয়াইন’ নামের একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে বিভিন্ন উইন্ডোজ প্লাটফর্মের ফাইল অনায়াসে  উবুন্টুতে চালিয়ে ফেলা যায়। তাই ‘ওয়াইন’ ব্যবহার করে আপনি অনেক গেমসই উবুন্টুতে চালাতে পারবেন। তারপরেও অনেকের প্রশ্ন থাকতে পারে … ‘ওয়াইন’ দিয়ে কি কি গেমস চালানো যায় তা যদি আগে জানা থাকতো তাহলে বেশ সুবিধাই হত। বেশ…. নিচে কয়েকটা লিংক দিয়ে দিচ্ছি, সেখানে আপনি লিনাক্সে ‘ওয়াইন’ ভিত্তিক বিভিন্ন গেমসের পাশাপাশি লিনাক্সেরও বিভিন্ন গেমসেরও তালিকা পাবেন। তাহলে….. ঝটপট চোখ বুলিয়ে নিন তালিকা গুলোতে আর দেখুন, আপনার প্রিয় গেমসটি সেখানে খুঁজে পান কিনা….. (more…)