উইন্ডোজ প্লাটফর্ম থেকে যারা লিনাক্স প্লাটফর্মে আসে তারা প্রথমেই যে একটা হোচট খায় সেটা হল, উইন্ডোজের মত কোন ‘স্টার্ট বাটন’ খুঁজে না পেয়ে। আর তখনই শুরু হয় গালাগালি… ‘লিনাক্স ভালো না’, ‘লিনাক্স ভুয়া’ ইত্যাদি….. তাই ভাই আপনাদের বলছি, শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন। সবই আছে। কি লাগবে আপনার…?? সাধের ‘স্টার্ট বাটন’..?? দাঁড়ান…দিচ্ছি…
লিনাক্স ইউজের ক্ষেত্রে যারা প্রথমেই ‘লিনাক্স মিন্ট’ দিয়ে শুরু করেন তাদের ক্ষেত্রে এই চিল্লাপাল্লার হার কিছুটা কম হলেও বেশী শোনা যায় ‘উবুন্টু’ ইউজারদের। তাই আপনাদের এই অহেতুক চিল্লানি বন্ধ করতে ‘উবুন্টুতে’ আছে ‘GnoMenu’ (লিনাক্স মিন্ট ইউজারদের এটা না হলেও চলবে, কারণ, আপনাদের ডিফল্ট ভাবেই দেয়া আছে ‘মিন্ট মেনু’)। তবে অনেককে আবার বলতে শোনা যায়, এটা (GnoMenu) সেট-আপ করা নাকি অনেক ঝামেলার। আসলেই কি তাই….?? চলুন তো চেষ্টা করে দেখি…. উবুন্টুতে অ্যাকটিভ করতে পারি কিনা GnoMenu.
GnoMenu অ্যাকটিভ করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হল….
১.GnoMenu’র টারবল ফাইলটা ফাইলটা ডাউনলোড করে নিন এখান থেকে।
২. এবারে ডাউনলোড করা ফাইলটাকে ডেক্সটপে রেখে এক্সট্রাক্ট করুন।
৩. এবারে টার্মিনাল খুলে নিচের কমান্ডটা লিখুন।
cd Desktop/gnomenu
৪. এতে ওই ফোল্ডারে ঢুকবে। এবারে টার্মিনালে আবার লিখুন,
sudo make install
আপনার রুট পাসওয়ার্ড লিখে এন্টার প্রেস করুন। ব্যাস। আপনার কাজ শেষ।
এবারে বলি কি করে GnoMenu চালাবেন…. খুব সহজ।
এর জন্য প্রথমে প্যানেলে ক্লিক করে ‘Add to Panel’-এ যান। ওখান থেকে জাস্ট GnoMenu সিলেক্ট করে দিন। ব্যাস….মামলা শেষ।
তবে শেষে একটা কথা বলে রাখি….. পিসিতে পাইথন না থাকলে এটা একটু ঝামেলা করতে পারে।
ভালো টিউন করেছেন শুভ ভাই…
আমি যথাসম্ভব চেষ্টা করি আমার উবুনটু যেন কোন ভাবেই উইন্ডোজ এর মত না দেখায় 😀
জিহাদ ভাই, সেই চেষ্টা তো আমারও থাকে…. তবে সমস্যা হল, কিছু পাবলিক আছে যাদের রক্তের মাঝেই উইন্ডোজ ঢুকে গেছে….. তাই তাদের কথা চিন্তা করেই এটা লেখা….
1-4 অন্য কোন tar.gz ফাইলের জন্য কাজ করছে না কেন?