Archive for July, 2010

ডেস্কটপে মাউন্ট করা ড্রাইভগুলো জমা হয়ে ডেস্কটপ ভর্তি করে ফেলে?মাউন্ট হওয়া ড্রাইভ ডেস্কটপে দেখতে চান না?মাই কম্পিউটার আইকন চান ডেস্কটপে?‌‌ মেন্যুবারে উবুন্টু লোগোটাতে রাইট ক্লিক করুন । এডিট মেন্যু সিলেক্ট করুন। সিস্টেম টুলস সিলেক্ট করুন । তারপর ডানদিকে কনফিগারেশন এডিটর সিলেক্ট করুন । ডানদিকে নিচে ক্লোজ ক্লিক করুন।

এরপর Application> System tools> configuration tool এ গিয়ে
Apps > nautilus > desktop এ যান ।

তারপর, computer_icon_visible, trash_icon_visible, trash_icon_visible এই তিনটির পাশের বক্স চেক করে দিন ।

এরপর volumes_visibleটা আনচেক করে দিন ।

ব্যাস!!!…কাজ শেষ….

১। ইন্টারনেট কানেকশানঃ

প্রথমেই ইন্টারনেট কানেক্ট করে ফেলুন। এজন্য System -> Preferences -> Network Connections এ যান। এরপর প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ইন্টারনেট কানেক্ট করে ফেলুন। ইন্টারনেট কানেকশান নিয়ে কোন ধরনের সমস্যায় পড়লে আমাদের প্রযুক্তি ফোরামে সেটা তুলে ধরতে পারেন। (more…)

[এই লেখাটি জামাল ভাইয়ের ব্লগ থেকে সংগ্রহীত।]

উবুন্টুতে যে ত্যাড়াব্যাকা কিউট ফন্টটা দেখেছেন সেই শয়তানটার নাম Mukti Narrow . আমাদের কাজ এটাকে বারোটা বাজানো । সাথে কিছু ফ্রী ফন্ট আছে FreeSans , FreeSerif নামে , ।এগুলো খুব ডমিনেটিং ফন্ট , তাই এদের ও ফাসি দিতে হবে । এরপর উবুন্টুকে বলতে হবে – বাবা! তোমার বাংলার জন্য Sens , Sens-serif দুইটাই হল সুলাইমানলিপি :) কাজ শুরু করি (more…)

ঊবুন্টু – সবার জন্য উপযোগী অন্যতম একটা লিনাক্স ডিস্ট্রো । এর ইউজারও দিনে দিনে বাড়ছে । কিন্তু প্রথমে ইন্সটল করেই যে প্রধান সমস্যা গুলো হয় তাদের মধ্যে একটা হল বাংলা লেখা । আর বাংলা লেখার এখন অনেকের কাছেই প্রিয় লে-আউট হল অভ্র , আরো ভালো করে বলতে গেলে অভ্র ফোনেটিক । সাথে ইউনিজয় আর প্রভাত তো আছেই যদিও প্রভাত সিস্টেমের সাথেই দেয়া থাকে । এই টিউটরিয়ালটা মূলত তাদের জন্যই যারা অভ্র দিয়ে লিখতে চান । যদি ইউনিজয়ে লিখতে চান তবে আপনার জন্য সেরা সমাধান হবে iBus দিয়ে বাংলা লেখা , যেটা আবার ইন্সটলের সাথেই দেয়া থাকে ! (more…)

উবুন্টু সাধারনত দুইভাবে ইন্সটল করা হয় – উবি দিয়ে উইন্ডোসের ভেতর ইন্সটল আর আরেকটি আলাদা পার্টিশন করে উবুন্টু ইন্সটল । দূরে বসে নতুন কেউ যদি আমাকে বলেন ” উবুন্টু কিভাবে ইন্সটল করব ? ” আমি তখন ভাবনাহীন উপায় উবি দিয়ে করতে বলে দেই । সাথে এ ও বলি , যদি উবুন্টুতে পুরোপুরি ট্রান্সফার হতে চান তবে ফ্রেশ ইন্সটলই ভালো , আর উবি দিয়ে ইন্সটল করলে ডিস্ক পারফর্‌ম্যান্সে সামান্য হেরফের হতে পারে । তাছাড়া নিয়মিত ব্যবহার করলে উবিন কোন সমাধানই না । তাই আলাদা পার্টিশন করে উবুন্টু ইন্সটলের টিউটরিয়ালটাই শুধু দিলাম । এই টিউটরিয়ালে অনেক স্ক্রীন-শট ব্যবহার করা হয়েছে – লোড হতে সময় নিতে পারে । (more…)

আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যা নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি (more…)