উবুন্টুর ডেক্সটপে মাই কম্পিউটার আইকন চান ??

Posted: July 8, 2010 in উবুন্টু / মিন্ট, টিপস & ট্রিকস্‌
Tags:

ডেস্কটপে মাউন্ট করা ড্রাইভগুলো জমা হয়ে ডেস্কটপ ভর্তি করে ফেলে?মাউন্ট হওয়া ড্রাইভ ডেস্কটপে দেখতে চান না?মাই কম্পিউটার আইকন চান ডেস্কটপে?‌‌ মেন্যুবারে উবুন্টু লোগোটাতে রাইট ক্লিক করুন । এডিট মেন্যু সিলেক্ট করুন। সিস্টেম টুলস সিলেক্ট করুন । তারপর ডানদিকে কনফিগারেশন এডিটর সিলেক্ট করুন । ডানদিকে নিচে ক্লোজ ক্লিক করুন।

এরপর Application> System tools> configuration tool এ গিয়ে
Apps > nautilus > desktop এ যান ।

তারপর, computer_icon_visible, trash_icon_visible, trash_icon_visible এই তিনটির পাশের বক্স চেক করে দিন ।

এরপর volumes_visibleটা আনচেক করে দিন ।

ব্যাস!!!…কাজ শেষ….

Leave a comment