Posts Tagged ‘উবুন্টুতে বাংলা লেখা’

ঊবুন্টু – সবার জন্য উপযোগী অন্যতম একটা লিনাক্স ডিস্ট্রো । এর ইউজারও দিনে দিনে বাড়ছে । কিন্তু প্রথমে ইন্সটল করেই যে প্রধান সমস্যা গুলো হয় তাদের মধ্যে একটা হল বাংলা লেখা । আর বাংলা লেখার এখন অনেকের কাছেই প্রিয় লে-আউট হল অভ্র , আরো ভালো করে বলতে গেলে অভ্র ফোনেটিক । সাথে ইউনিজয় আর প্রভাত তো আছেই যদিও প্রভাত সিস্টেমের সাথেই দেয়া থাকে । এই টিউটরিয়ালটা মূলত তাদের জন্যই যারা অভ্র দিয়ে লিখতে চান । যদি ইউনিজয়ে লিখতে চান তবে আপনার জন্য সেরা সমাধান হবে iBus দিয়ে বাংলা লেখা , যেটা আবার ইন্সটলের সাথেই দেয়া থাকে ! (more…)