বেশ উৎসাহ উদ্দিপনা নিয়ে উবুন্টু ব্যবহার শুরু করেছিলাম। শুরুর দিকে বেশ কিছু বিষয় নিয়ে সমস্যা দেখা দেয়। আর সে রকমেরই একটা সমস্যা ছিলো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা। উবুন্টুতে ইউটিউব থেকে ভিডিও ফাইল নামানোর জন্য youtube-dl নামের সফটওয়্যারটা ব্যবহার করা হয়। কিন্তু এর ব্যবহার কিভাবে করতে হয় সেটা জানা ছিলো না। একসময় এক পূর্ণ ব্যবহার জানতে পারলাম। তাই দেরি না করে সবার সাথে শেয়ার করলাম….মূল লেখাটি উবুন্টুর মুশকিল আসান নামের ব্লগ সাইট থেকে সংগ্রহ করা হয়েছে…..
ইউটিউব থেকে বিভিন্ন উপায়ে ভিডিও ডাউনলোড করা যায়। ভিডিও ডাউনলোড করার জন্য কিছু সাইট রয়েছে এবং কিছু ফায়ারফক্স প্লাগিনও রয়েছে।
আজ আমরা দেখব আমাদের লিনাক্স টার্মিনাল থেকে কিভাবে আমরা ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারি। কমান্ড দিয়ে কাজ করতে একটু গীক গীক মনে হবে আর কি
ইন্সটল: টার্মিনালে লিখুন
sudo apt-get install youtube-dl
অথবা সফটওয়ার সেন্টার এবং সিনাপটিক প্যাকেজ ম্যানেজারেও পাবেন।
ডাউনলোড প্রক্রিয়া:
১। টারমিনালে লিখুন:
youtube-dl <ভিডিও ঠিকানা>
যেমন:
youtube-dl http://www.youtube.com/watch?v=oRDgVGHB6eM
তাহলেই আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে এবং সেভ হবে আপনার হোম ফোল্ডারে ভিডিও_আইডি.flv নামে।
২। যদি ভিডিও টি এর টাইটেলের নামে সেভ করতে চান, তাহলে একটা প্যারামিটার যোগ করুন -t
অর্থাৎ:
youtube-dl -t http://www.youtube.com/watch?v=oRDgVGHB6eM
৩। বেস্ট কোয়ালিটিতে ডাউনলোড করতে চাইলে প্যারামিটার হবে -b অথবা –best-quality
অর্থাৎ:
youtube-dl -t -b http://www.youtube.com/watch?v=oRDgVGHB6eM
৪। হাই-ডেফিনিশন মোডের জন্য প্যারামিটার -d
৫। মোবাইল কোয়ালিটির জন্য -m
৬। শুধু ডাউনলোড ঠিকানা পেতে -s
সব প্যারামিটার দেখার জন্য কমান্ড দিন
youtube-dl --help
এছাড়া আপনি ফায়ারফক্স ‘1-Click Youtube Video Downloader’ নামের এ্যাড-অনস্ টি ব্যবহার করেও ভিডিও নামাতে পারবেন।